দাউদকান্দিতে বস্তাবন্দি এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১ টায় উপজেলার রায়পুর দিঘীরপাড় মাছের প্রজেক্টের ডোবা থেকে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ তার লাশ উদ্ধার করে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর রাজিব কুমার সাহা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি মাছের প্রজেক্টের ডোবা থেকে আবুল বাশার (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করি। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কোয়াচাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল, পিবিআই, সিআইডি ও স্থানীয় পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। জানা যায়, গত শনিবার মাছ ব্যবসায়ী আবুল বাশার তার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোজাখুজি করে কোথাও না পেয়ে কচুয়া থানার জিডি করেন। রবিবার দাউদকান্দির রায়পুর দিঘীরপাড় থেকে তার বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়।