দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় টিকটক করা যুবক ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার এনিয়ে দৈনিক কুমিল্লার কাগজ-এ ” মসজিদের বারান্দায় ভিডিও! টিকটকারদের খুঁজছে পুলিশ” শিরোনামে সংবাদ প্রচারিত হলে পুলিশের নজরে আসে।
কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল)মো.জুয়েল রানার নেতৃত্বে তাকে রাতে গ্রেপ্তার করা হয়। টিকটকার ইয়াসিনের সহযোগী সাদিয়াকেও আটকের চেষ্টা চলছে বলে এএসপি জানান।
দাউদকান্দি মডেল মসজিদে টিকটকার ইয়াসিন ও সাদিয়াসহ এদের সহযোগীরা একাধিক টিকটক ভিডিও তৈরী করে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। এ নিয়ে সাধারণ মুসল্লিদের মাঝে শুরু হয় ক্ষোভ। গণমাধ্যমে তাদেরকে গ্রেফতার এর দাবি জানিয়ে সংবাদ প্রচারিত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল)মো: জুয়েল রানার প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা ডিবি পুলিশ।
এদিকে সংবাদ প্রকাশের পরপরই টিকটকার ইয়াছিনকে গ্রেপ্তারের সক্ষম হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে দাউদকান্দিবাসী।