মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে ঝোপজঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নত করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। ২৮ জুলাই রবিবার মহাসড়কের শহীদনগরে এ অভিযানে অংশ গ্রহন করেন হাইওয়ে পুলিশ, গ্রাম পুলিশ ও ইউপি চেযারম্যান। দিনব্যাপী তারা মহাসড়কের দুপাশে ঝোপাজঙ্গল পরিষ্কার করেন। এসময় দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন, সার্জেন্ট আলমগীর হোসেন, এস.আই মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন। হাইওয়ে পুলিশের সাথে কাজে অংশ নেন সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, সচিব মোঃ মনিরুল ইসলাম ও গ্রাম পুলিশবৃন্দ। অপরদিকে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব প্রতিরোধে শহীদনগর এম.এ. জলিল উচ্চ বিদ্যালয় এবং পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে জনসতেচনতা মূলক সভা আলোচনা সভা করেন।