মঙ্গলবার দাউদকান্দি পৌর বাজারে আসন্ন রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট ও তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকারের
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম কর্তৃক তদারকি অভিযান পরিচালনা করে প্রশাসনিক এখতিয়ারে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজারের অধিকাংশ দোকানীকে নির্দেশনা দেওয়া হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম, এসআই ছোটনের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ কাজে সার্বিক সহযোগিতা করেন।