রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

দাউদকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আলমগীর হোসেন
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৫ Time View

৯ সেপ্টেম্বর সোমবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী‌ পরিচালক মোঃ আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে জেলার দাউদকা‌ন্দি উপ‌জেলার ই‌লিয়টগঞ্জ বাজা‌রে এক তদার‌কিমূলক অ‌ভিযান পরিচালিত হয়। এসময় এমআর‌পি বিহীন ঔষধ বিক্রয় করায় মেসার্স নিউ ভুইয়া ফার্মেসীকে ৫,০০০ টাকা, মুল্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স সিরাজ ষ্টোর‌কে ৩,০০০ টাকা, মুল্য তালিকা না রাখা ও ক্ষ‌তিকর রং মি‌শ্রিত পণ্য সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে মেসার্স রতন ষ্টোর‌কে ৫,০০০ টাকা এবং অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটা‌নোর প্র‌চেষ্টার অ‌ভি‌যো‌গে মেসার্স অ‌জিত মিষ্টান্ন ভাণ্ডার‌কে ৫,০০০ টাকাসহ মোট ৪টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ১৮,০০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অন্তত ৩০ দোকানী‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্প‌র্কে স‌চেতন করা হয় এবং স্থানীয় উৎসুক জনতার মা‌ঝে এ আইনের বিধান সম্ব‌লিত লিফ‌লেট‌ বিতরণ করা হয়। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক মো: সায়েদুর রহমান এবং এসআই নিজা‌মের নেতৃ‌ত্বে গৌরীপুর পু‌লি‌শ তদন্ত এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231