সারাদেশের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দলীয় কর্মসূচীর আলোকে শনিবার দিবাগত রাত ১২.০১ মিনেটে কুমিল্লা দাউদকান্দি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করেছেন। এই সময় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । অপরদিকে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ কবিরে নেতৃত্বে কলেজ শহীদ মিনারে পুষ্পঅর্পণ করা হয়।