দাউদকান্দি পৌর সভার পশ্চিম দিঘিরপাড়ে অবস্থিত “আল-মদিনা বেকারি এন্ড ফুড প্রোডাক্টস” কে এক লাখ টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার কুমিল্লা বিএসটিআই অভিযান চালিয়ে লাইসেন্স ব্যতীত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রি/বিতরণের অপরাধে দাউদকান্দির আল-মদিনা বেকারি এন্ড ফুড প্রোডাক্টস এর মালিক আবুল ইসলাম চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান। অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো: শাহিদুল ইসলাম ওদাউদকান্দি মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।