কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এক বৃদ্ধকে আটক করে ১ লক্ষ টাকা মুক্তিপন আদায় করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত মাসুম পারভেজ এবং মোঃ অলি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর বাজার শাপলা হাসপাতালের সামনে থেকে বয়োবৃদ্ধ মোঃ রফিকুল ইসলামকে (৯৭) রাস্তা থেকে ডেকে কৌশলে সুরাইয়া আক্তার এবং তার ভাই মো: অলি মিয়া ভুলিরপাড় একটি পুরাতন বিল্ডিং এ নিয়ে আটকে রাখে। পরে একটি কক্ষে মারধর করে জোরপূর্বক কাপড় চোপড় খুলে রিমি নামের মেয়ের সাথে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না পেলে ভিডিও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেন। পরে আটককৃত বৃদ্ধর ছেলে ১৭ জুলাই বুধবার ভূলিরপাড় গ্রামের খোরশেদ আলমের ছেলে মাসুম পারভেজের কাছে নগদ ১ লক্ষ টাকা দিয়ে রফিকুল ইসলামকে মুক্ত করেন। ১৮ জুলাই বৃহস্পতিবার উদ্ধারকৃত বৃদ্ধ রফিকুল ইসলামকে নিয়ে তার ছেলে গিয়াস উদ্দিন দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন ণূরের নেতৃত্বে মামলার আইও নিজাম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স অভিযুক্ত মাসুম পারভেজ এবং মোঃ অলি মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাসুম পারভেজের কাছ থেকে ভিকটিমের ছবি ও ভিডিও ধারণকৃত মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আটকৃত দুই জনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার আসামীরা হলো কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত আঃ বারেকের মেয়ে সুরাইয়া আক্তার (২৫) তার ভাই মোঃ অলি মিয়া (৩৮), দাউদকান্দির গৌরীপুর বাজারের খোরশেদ আহমেদের ছেলে মাসুম পারভেজ (৩৮), ভূলিরপাড় গ্রামের সাধু সাহার ছেলে লিটন সাহা (৩৭), আঙ্গাউড়া গ্রামের মৃত আঃ বাতেনের ছেলে মোঃ মহিউদ্দিন(২৭) ও অজ্ঞাত রিমিসহ আরো ২/৩ জন।