দাউদকান্দিতে বিপুল পরিমাণ জাটকা ইলিশ আট করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ মন জাটকা জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান, বিপুল পরিমান জাটকার একটি বড় চালান ঢাকা যাবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। এরই প্রেক্ষিতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অবস্থান করি। লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে ঢাকামুখী পিকআপ জাটকা নিয়ে দাউদকান্দি পৌঁছালে গাড়ি আটক করতে সক্ষম হই। তবে প্রশাসনের উপস্থিতি দেখে দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক। এসময় গাড়িতে থাকা ১৩৫ মন জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো দাউদকান্দি উপজেলার ২৮ টি এতিমখানা ও মাদ্রাসার মাঝে বিতরণ করেন প্রশাসন।