ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লার মুরাদনগরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ যাত্রী আহত হয়। সংবাদ পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। তবে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। দুর্ঘটনা কবলিত বাসটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।