দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের তাজুল ইসলামের টিনশেট ঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন দাউদকান্দি ফায়ার সার্ভিস। বিছিন্ন করা হয় বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগ। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অগ্নিকান্ডে একটি টিনশেট ঘরের ৬টি রুম পুড়ে গেছে । প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।