‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, প্রফেসর মোঃ জাকির হোসেন জামাল, কামরুল হাসান গরীব । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বিষয় তুলে ধরেন ।অনুষ্ঠানের শুরুতেই মাদরাসার পক্ষ থেকে ছাত্র / ছাত্রীরা আমন্ত্রিত অতিথি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান । পরে মাদারাসার ৭ম শ্রেণির শিক্ষার্থীদের একটি দল মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সাথে প্রশ্নোত্তর পর্বে মিলিত হয় । এদিকে মাদরাসার হলরুমসহ অনান্য শ্রেণীকক্ষে সহায়ক শিক্ষকদের নেতৃত্বে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৮ জন করে দলে বিভক্ত হয়ে উপস্থিত মুক্তিযুদ্ধের সাথে পৃথক পৃথক প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। এ সকল পর্বে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ মদরাসার শিক্ষার্থীবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের মাঝে শিক্ষার্থীরা দ্বেশাত্মক বোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।