সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ন

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

লিটন সরকার বাদল
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৩৬৪ Time View

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে । ২৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় দাউদকান্দি বাজার সংলগ্ম পুরাতন ফেরিঘাটে দখলে থাকা মঞ্চের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া বলেন, বিএনপি-জামায়াত সরকারের মন্ত্রী থাকাকালিন সময়ে বিএনপিরস্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চ তিনি তার স্ত্রী বিলকিস মোশাররফ এবং থানা বিএনপি’র সভাপতি একেএম সামসুল হকের নামে ২য় তলা বিশিষ্ট বিল্ডিং সহ ২৫ শতক জায়গা ২ লাখ ৬১ হাজার ৩৬০ টাকা দিয়ে নিলামে তুলে দখল করে নেয়। দাউদকান্দি থেকে জাতির পিতার স্মৃতি মুছে ফেলতে ষড়যন্ত্র করা হয়, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন হবে। সরকার প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু মঞ্চ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। অথচ দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ ছিল। উল্লেখ্য, ১৯৭৪ সালের ৪ এপ্রিল বঙ্গবন্ধু এই মঞ্চে দাঁড়িয়ে জনসমুদ্রে ভাষণ দেন, সমকালীন সংবাদপত্রে এই বঙ্গবন্ধুর মঞ্চের কথা উল্লেখ্য আছে। জাতির পিতার স্মৃতিবিজড়িত এই মঞ্চটি ষড়যন্ত্রের মাধ্যমে দখল করে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন হবে বলে জানান বক্তারা। উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহমেদ , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ভূঁইয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ফকির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেছা জেবু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231