দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসব মুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে গৌরীপুর সুবল আফতাব আজিজিয়া মাঠে উদ্বোধনী টুর্নামেন্টে সুন্দলপুর ইউনিয়ন বনাম দাউদকান্দি পৌরসভা দল অংশগ্রহন করেন। খেলা শেষে ২/১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে দাউদকান্দি পৌরসভা দল বিজয়ী হয়ে শুভসুচনা করেছেন । টুর্নামেন্টে দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন এবং দাউদকান্দি পৌরসভাসহ মোট ১৬ দল অংশগ্রহণ করবে । আগামী ১৬ সেপ্টেম্বর দাউদকান্দি আদশ উ্চ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
তার আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান ও দাউদকান্দি ক্রীড়া সংস্থার সা্ধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামারুল ইসলাম খান । বিশেষ অতিথি ছিলেন,দাউকান্দি মডেল থানার অফিসার ইনচাজ মো: রাফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ আ.স.ম আব্দুন নূর, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার সহ অনেকে।