দাউদকান্দিতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির জিংলাতলী থেকে ২৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো: শামীম (২৭) কে গ্রেফতার করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, মহাসড়কে স্পীডগানে যানবাহনের গতিবেগ দেখার সময় দ্রুতগতির ঢাকাগামী একটি সাদা নোয়া মাইক্রোবাস (ঢাকা মোট্রো-চ-১৩-০৫৪৬) পালিয়ে যায়। এস.আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের পিছু নিলে মাদক ব্যবসায়ীরা গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করে। এসময় চালকসহ দুইজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার মাধবদী থানার বগিরাতপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।