১৭ জুলাই বুধবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ফার্মেসি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ, আমদানি, নিষিদ্ধ ঔষধ মজুদ ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধে সরকার ফার্মেসি ৫০ হাজার এবং বাদ্রার্স ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও নিন্মমানের খাবার পরিবেশন করার দায়ে ২ টি মিষ্টির দোকান মিষ্টি মুখ ৫০ হাজার ও জল খাবারকে ২ হাজার এবং রিয়েল চাইনিজ রেষ্টুরেন্ডকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে চতুর দিকে ঔষধ ব্যবসায়ীরা দোকানে তালা দিয়ে পালিয়ে যায়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক ইয়াসিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান বলেন, মোট ৫টি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনগনের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।