প্রেমিকার অন্যর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় কুমিল্লা দাউদকান্দিতে বায়েজিদ (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল ১০টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। বায়েজিদ দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে । বিভিন্ন সূত্রে জানা যায় বায়েজিদ পাশ্ববর্তী গজারিয়া উপজেলার বসুরচর গ্রামের মারজিয়া নামে এক মেয়েকে ১মাস আগে বিয়ে করলেও মারজিয়ায় বাবা-মা এই বিয়ে মেনে নিতে পারেননি । ফলে আজ সোমবার প্রেমিকা মারজিয়ার অন্যত্র বিয়ে দিচ্ছেন জানতে পেরেই সে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছেন।