হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছেন দাউদকান্দির গৌরীপুর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন । রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ডে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এর কাছে মিথ্যা ষড়যন্ত্রমূলক ও বানোয়াট তথ্য দেওয়া প্রিয়া সাহা দেশদ্রোহী। তার বক্তব্য শুধু বাংলাদেশকে নয়, বাঙ্গালী জাতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়কে কলঙ্কিত করেছে। এসময় বক্তারা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সোচ্ছার হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডাঃ মোজাম্মেল হক, মোঃ ওমর ফারুক মিয়াজী, মোঃ জাকির হোসেন হাজারী, মোঃ আলমগীর হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ আক্তার ফকির, শফিউল বাশার সুমন, মনির হোসেন, এখলাস মুন্সী, আবুল খায়ের, এ্যাড. জসিম উদ্দিন জয়, ইব্রাহিম রাসেল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আবু মূসা, মোহাম্মদ রোমানসহ অনেকে।