প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। বৃহস্পতিবার দুপুর ১২ টায় নির্বাচন কমিশনার চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে দাউদকান্দি গৌরীপুর আমিরাবাদ পৌছলে তাঁকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) তাঁর নিজের লিখা একটি বইও প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদাকে উপহার স্বরূপ প্রদান করেন।