সারাদেশের মতো কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামীলীগের আয়োজনে উৎসবমূখর পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সারাদেশের মতো কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের পৃথক পৃথক আয়োজনে আলোচনাসভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন । এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ায় গত এগারো বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশের বাইরেই জন্মদিন পালন করছেন তিনি। এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি অর্জন তার আজকের জন্মদিনকে আরও সাফল্যমণ্ডিত করেছে। এর মধ্যে অন্যতম ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা।