বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

দাউদকান্দিতে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত

আলমগীর হোসেন
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ১০৩০ Time View

কুমিল্লার দাউদকান্দিতে এই প্রথম নুরুল ইসলাম নামে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । সে উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নুরুল ইসলাম । জানা যায় চার দিন ধরে শরীরে জ্বর অনুভব হওয়ায়  চিকিৎসকরা পরীক্ষা করে তার ডেঙ্গু সনাক্ত করেন । পরে ৬ আগষ্ট মঙ্গলবার বিকেলে তাকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । নুরুল ইসলাম জানান, আমি গত ২ মাস যাবত দাউদকান্দির বাহিরে যাইনি । আমি ইছাপুরে বসাবাস করি এবং গৌরীপুর পেন্নাই কোল্পষ্টোরের সামনে দোকানদারি করি । ইছাপুর অথবা পেন্নাই এলাকা থেকে আমি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছি । এবিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন বলেন, নুরুল ইসলাম নামের ডেঙ্গুতে আক্রান্ত একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন । সে জানিয়েছেন গত ২ মাস যাবত দাউদকান্দির বাহিরে তিনি যাননি । তাকে সব ধরণের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসা সেবা চলছে । এছাড়াও ঢাকায় আক্রান্ত হয়ে প্রায় ১৫/২০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে। ডেঙ্গু সচেতনতায় ব্যাপক প্রচার প্রচারণা করা হচ্ছে । এদিকে গৌরীপুর প্রাইভেট হসপিটালগুলো ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231