কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোপচরে এক প্রতিবন্ধি কিশোরীকে ধষর্ণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ১১ সেপ্টেম্বর বুধবার প্রতিবন্ধি কিশোরীর মা নাছিমা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলায় উল্লেখ করা হয় উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ রাসেল (২২) প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করে । সম্প্রতি প্রতিবন্ধি কিশোরীর পেট ব্যাথা হলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয় । পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা । কিশোরীর মা-বাবা অন্তঃসত্ত্বার বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধি কিশোরী রাসেলের নাম বলেন । প্রতিবন্ধি কিশোরী মা নাছিমা বেগম জানান, সাত মাস আগে আমি ও আমার স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী রাসেল ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাকে ধষণ করে । সে চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে এবং এঘটনায় কাউকে বললে ছুরি দেখিয়ে ভয় দেখায় । অভিযুক্ত আসামী মোঃ রাসেল পলাতক রয়েছেন । এদিকে এ সংবাদ পেয়ে প্রতিবন্ধি কিশোরীকে দেখতে তার বাড়িতে ছুটে যান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোসাঃ পারুল আক্তার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা সমাজকল্যাণ অফিসার মোঃ সেতারুজ্জামান। তাদের পক্ষ থেকে প্রতিবন্ধি কিশোরীকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।