৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় পেঁয়াজের চালান রসিদ না পাওয়া নানা অভিযোগে এক দোকান থেকে ১০ হাজার ও অপর একটি দোকান থেকে ২০ হাজার করে ২ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দা্উদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সেলিম শেখ। এসময় তাঁর সঙ্গে নেতৃত্বে ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে সারাদেশে হঠাৎ করেই মাত্রাতিরিক্ত ভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। মুল্য বৃদ্ধির এই অস্বাভাবিক ঢেউ দাউদকান্দি উপজেলার বাজারগুলোতে দেখা যায়। গতকাল থেকে দাউদকান্দির সবকটি বাজারে পেয়াজ কেজি প্রতি ৭০থেকে ৮০ টাকা দরে বিক্রী হচ্ছে বলে ক্রেতারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগ পেয়ে দা্উদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সেলিম শেখ পুলিশ নিয়ে বাজারের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এবিষয়ে দা্উদকান্দি উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, কোন অসাধু ব্যবসায়ীকে যেন পেঁয়াজ নিয়ে কোন ধরণের কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরী করতে না পারে সেই ব্যাপারে আমরা নজর রেখেছি ।যারাই দাম বেশী রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’