দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে পানি নিষ্কাশন করতে গিয়ে হেলাল নামের এক পরিচ্ছন্নকর্মী নিখোঁজ হয়েছে। রবিবার বিকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ম পুকুরে কাজ করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারনে ইউনিয়ন পরিষদের আশেপাশের পানি পুকুরে পতিত হওয়ায় আবাসিক এলাকা ও গৌরীপুর বাজার জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরশনের জন্য পুকুরে ডুবে থাকা পানি নিষ্কাশনের লাইন পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নকর্মী হেলাল পুকুরে ডুবে যায় । তার বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে। নিখোঁজ হেলাল চার সন্তানের জনক।এলাকাবাসী মনে করছেন কুমিল্লা জেলায় ফায়ার সার্ভিসের নিদিষ্ট কোনো ডুবুরি দল না থাকায় বিভিন্ন সময় পানিতে ডুবে যাওয়া মানুষদের যথাসময়ে উদ্ধার করা সম্ভব হয় না বলে অকালেই মৃত্যুবরণ করছে এলাকার অনেকেই । নদীবিধোত দাউদকান্দি এলাকায় ফায়ার সার্ভিসের সাথে একটি চৌকস ডুবুরী দল সংযুক্ত করার দাবি জানায় এলাকাবাসী।