কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে পানিতে ডুবে মোহাম্মদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির দাদা আ: খালেক জানান, বুধবার দুপুর থেকে শিশুটিকে খুজে পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজির পর সন্ধ্যায় দক্ষিন পেন্নাই জামে মসজিদের পুকুরে তার মাথার টুপি ও জুতা ভেসে থাকতে দেখা যায়। পরে মাছ ধরার জাল দিয়ে খোজাখোজির পর তার লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়ে ওযু করার সময় পুকুর ঘাটে পানিতে পরে যায়। মাদ্রাসা শিক্ষার্থী শিশু মোহাম্মদ দাউদকান্দি উপজেলার গৌরীপুর দক্ষিন পেন্নাই গ্রামের নূর হোসেনের ছেলে।