বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কাযনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পষ্কজ দেবনাথ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এই মানববন্ধন করে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল মজুমদার, হাসানপুর কলেজ ছাত্র-সংসদের সাবেক জি এস সুমন সরকার। উপস্থিত ছিলেন আক্তার ফকির, মোঃ এনামুল, মোঃ মানিকসহ অনেকে। সংসদ সদস্য পষ্কজ দেবনাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, কুৎসা ও হেয় প্রতিপন্ন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।