দাউদকান্দিতে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই কেন্দ্রে মোট ২৮১ জন পরীক্ষার্থী ছিলেন। বুধবার সকালে দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ নজরুল ইসলান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় প্রকাশ্যে অসুদোপায় অবলম্বন করার দায়ে দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার দুই, সিংগুলা মাদ্রাসার তিন, নৈয়ার মাদ্রাসার দুই এবং মঙ্গলকান্দি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, অসুদোপায় অবলম্বন করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন গোপনে এমন সংবাদ পাই। এরই পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রে অধিক সংখ্যক পরীক্ষা তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়।