ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি শহীদনগরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ৮ টায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিক যাত্রীদের উদ্ধার করে এক জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় যাত্রীদের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।