বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন

দাউদকান্দিতে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ রোপন মাস্ক বিতরণ

আবু তাহের নয়ন
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৭ Time View

নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। পরে আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে মাস্ক বিতরণ করেন। নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জহিরুল হক, দাউদকান্দি ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান , দাউদকান্দি রোটারী ক্লাবের সভাপতি মো: কামাল হোসেন, নিসচা’র উপদেষ্ঠা মো. আলী আশরাফ খান, সৃষ্টি’র সভাপতি মো: সফিকুল ইসলাম, দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম লিপু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231