২০১৯-২০ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ সহায়তাকরনে ছাগল বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন ভারপ্রাপ্ত দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মোসা: নাজমা আক্তার, সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল হক মিয়াজী, সাবেক চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা মহিলালীগ সভাপতি জেবুন নেছা উপস্থিত ছিলেন । ৫০ জেলেকে ২ টি করে মোট ১০০ টি ছাগল বিতরণ করা হয়েছে।