দাউদকান্দি পৌরসভায় নতুন করে আরো ৬ জন এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এএসআইসহ মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১২ জুন শুক্রবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরা হলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন, এএসআই জাহিদ হাসান, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ তার স্ত্রী ও দুই সন্তান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য জহির খন্দকার এবং মহিলা হোমিওপ্যাথিক চিকিৎসক। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে দাউদকান্দিতে মোট ৬৬ জন করোনায় আক্রান্ত হলেন।