দাউদকান্দি মডেল থানার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূজা মন্ডপে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বিরা দূর্গা পূজা যেন সঠিক ভাবে পালন করতে পারে সে লক্ষ্যে পুজা উদযাপন কমিটির সাথে এ মতবিনিময় সভা করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদ শাখার সভাপতি বাসুদেব ঘোষ, সহ-সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ আচার্য, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা লিটন সরকার বাদল ও সভাপতি সৃজন পোদ্দার। এবার দাউদকান্দি উপজেলায় ৪৯ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে হবে। পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ নিরাপত্তার স্বার্থে সার্বক্ষনিক দ্বায়িত্ব পালন করবেন। এসময় দাউদকান্দি উত্তর সতানন্দী কেন্দ্রীয় শশ্নান কমিটির সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় চক্রবর্তী, দাউদকন্দি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনন্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।