ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির জিংলাতলীতে দুটি গাড়ির সংঘর্ষে ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ৯ মার্চ সোমবার দুপুর দেড় টায় জিংলাতলী এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে অপর একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এসময় পিকআপটি ট্রাকের নিচে চাপা পরে যায়। সংবাদ পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে চালক ও হেলপার কে উদ্ধার করে। দুঘর্টনায় ঘটনাস্থলে পিকআপ হেলপার নোয়াখালী জেলার চাটখীল থানার পাচগরিয়া গ্রামের মো: জহিরের ছেলে মো: সাগর নিহত হয়। এতে চালক মো: সুমন গুরুতর আহত হয়। তাকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।