দাউদকান্দিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থদের মাঝে চাউল, ডাল, পিয়াজ, তেল, লবন, আলু ও সাবান বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার দাউদকান্দির গৌরীপুর ঈশাখা পাম্প সংলগ্ন এলাকায় ব্যবসায়ী আবুল খায়ের এর নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী। করোনা ভাইরাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্যে তিনি বলেন, নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত দোয়া, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, ঠান্ডা বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের সংষ্পর্শ এড়িয়ে চলা, হ্যান্ড শেক ও কোলাকুলি হইতে বিরত থাকা সহ আরো বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। জনসমাগম এড়িয়ে বাসায় থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার আহ্বান । পরে সিনিয়র এএসপি আবু সালাম চৌধুরী দিনমজুর অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন।