দাউদকান্দিতে জাকির হোসেন (৫৫) নামে একদিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। নিহতের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী পান্না আক্তার জানান, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে এবং তার শরীর থেকে সিরিজ দিয়ে রক্ত রাখে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আমার শ্বশুর মারা যায়। নিহত জাকির হোসেনের তাদের সংসারের আর্থিক খরচের একমাত্র উপায় ছিলো । হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফ জানান ,আমি যতটুকু জানতে পেরেছি দিনমজুর জাকির হোসেন কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে মূলত আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ তুলে আমকে ও আমার পরিবারকে বিব্রত করার চেষ্টা করছে । এব্যাপারে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী সাংবাদিকদের জানান, নিহতের শরীলে হালকা আঘাতের চিহৃ রয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নেবো। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।