শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে ১৬ জন প্রতিযোগি গ্র্যান্ড ফাইনাল পর্বে অংশ গ্রহণ করে এর মধ্যে ১০ জনকে নির্বাচিত করা হয়।
গৌরীপুর কামাল মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট পরিচালক, প্রযোজক ও কাহিনীকার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু এবং দ্বিতীয় পর্বে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, আহমদ পাবলিশিং হাউজের সত্বাধিকারী ও চিনা মূড়া এল এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিল্পপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমদ পাশা।
এছাড়াও দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সরকার বাবু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মা মিডিয়া রেকর্ডিং স্টুডিও আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন এস,আর স্কুলের প্রধান শিক্ষক শাহীন আহমেদ চৌধুরী ও কবি দ্বীন ইসলাম রাজু। সঞ্চালক ছিলেন মোঃ জিসান আহমেদ।
প্রধান বিচারক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু মহোদয় ও সহকারী বিচারকদ্বয় শ্রী ছন্দা রায় ও মোঃ মাসুদ আহমেদ। তুমিও সেরা গায়েন প্রথম নির্বাচিত হয়েছেন মোঃ সোলেমান, দ্বিতীয় ফরিদা আক্তার এবং তৃতীয় হয়েছেন মোঃ শরীফ উদ্দিন।