দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে ফসলি জমি কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট । ৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ । স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ গ্রামে ফসলি জমিতে প্রকাশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল সেলিম মিয়া, হোসেন মিয়া, আলাউদ্দিনসহ কয়েকজন প্রভাবশালী। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষণ হলে মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দাউদকান্দি মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী । নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, অবৈধ ভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের কারণে ৩ টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ১ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে ড্রেজার মালিক কাউকে পাওয়া যায়নি।