দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ১২ একর ফসলি জমি কেটে বিনষ্ট করায় লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধভাবে ড্রেজার বসিয়ে ১২ একর ফসলি জমি কেটে বিনষ্ট করায় দায়ে দক্ষিন মোহাম্মদপুর গ্রামের মো: কামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং একই সাথে ১১টি ড্রেজার মেশিন ধ্বংস করেন মোবাইল কোর্ট। প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, “ফসলি কৃষি জমি বিনষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে অন্যদিকে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যারাই এ ধরনের অবৈধ কাজে লিপ্ত হবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।”