কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে একজনকে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সুন্দলপুর গ্রামে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ড্রেজার মালিক মো: রবিনকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় । এসময় দুটি ড্রেজার মেশিন বন্ধ করে দেয়া হয় । মোবাইল কোর্টে মো: রবিন তার দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে সরকারের আদেশ অমান্য করে ড্রেজার মেশিন চালাবেন না মর্মে অঙ্গীকার করলে এমন স্বত্ত্বে ছাড়া পান।