দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুিতকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া খিলাইল ফেক্টরীর সংলগ্ম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, খিলাইল ফেক্টরীর দক্ষিণে ৭/৮ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর সময় বিভিন্ন গাড়ির চালক ও হেলপারদের সহায়তায় ডাকাতদেরকে ঘেরাও করেন সাব- ইন্সপেক্টর মো: জাহাঙ্গীর আলম খাঁন। এসময় পুলিশ দুই ডাকাতকে ১ টি রাম দা, ২ টি (চাপাতি) স্টিলের দামা, ১ টি স্টিলের গ্যাস পাইপ, ১ টি লোহার রডসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, দাউদকান্দি তুজারভাঙ্গা গ্রামের বাদামবাড়ীর সাবনীর বাড়ির ভাড়াটিয়া মো: হানিফ মিয়ার ছেলে মো: কবির সাগর টোকাই (২৫) এবং একই থানার দৌলতপুর গ্রামের চকেরবাড়ি মো: জাহাঙ্গীর আলমের ছেলে নূর আলম (১৯)। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের পর আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।