দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান ‘‘জরায়ু মুখ ও স্তন ক্যানসার স্ক্রীনিং কর্মসূচি’’ পরিদর্শন করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান।২৮ জানুয়ারি মঙ্গলবার তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে আলাপচারিতা করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন কার্যক্রম এবং পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন । এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন সিভিল সার্জনকে “মুজিব বর্ষ” উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত কোট পিন উপহার দেন এবং নিজ হাতে পরিয়ে দেন।