সারাদেশে ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করেছে । ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকজনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে । ছেলেধরা গুজব রোধে প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামলূক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে । মঙ্গলবার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আ,স,ম, আব্দুন নূর দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ , আনন্দ মাাল্টিমিডিয়া স্কুল ,ভয়েজার স্কুল এবং পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা গুজবের বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক প্রচারণা চালায় । এসময় প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন । বর্তমানে ছেলেধরা সন্দেহে কুমিল্লা জেলার দাউদকান্দিতে কোথাও কাউকে গণপিটুনি দেয়া হয়েছে এমন খবর পাওয়া যায়নি । তবে গত দেড় মাস আগে সারা দেশের মতো দাউকান্দিতে ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করে । গণপিটুনির মতো ঘটনা যেন না হয় তার ব্যাপারে সজাগ থেকে তাৎক্ষণিক গুজব সংকান্ত্র কিছু ঘটলে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসনকে জানানোর আহবান করেন । এদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর গুজব রোধে জনসাধারণকে সচেতন করতে ফেসবুক প্রচারণাসহ নানা উদ্যোগ নিয়েছে। পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এ ধরনের গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর জানান, ছেলেধরা গুজব ছড়িয়ে কাউকে গণপিটুনি না দেয়ার জন্য প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সতর্ক করতে সচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে। এছাড়া কোথাও ছেলেধরা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছেলেধরার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।