ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ টি মোবাইলসহ আন্তঃজেলা চোর সদস্যের ৩ চোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসে তল্লাশী করে যাত্রী মোঃ মামুন (৩০), মোহাম্মদ রাসেল (২৪), রাজু আহমেদ (২২) এর দেহ তল্লাশি করে ৮ টি চোরাই মোবাইল সেট উদ্ধার করে। পুলিশ জানায়, তারা আন্তঃজেলা চোর দলের সদস্য, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে মোবাইলসহ বিভিন্ন জিনিস চুরি করে আসছে| উদ্ধারকৃত মোবাইল সেটের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানার নন্দীপাড়া গ্রামের সফিউদ্দিন মেম্বারের বাড়ির ভাড়াটিয়া সিরাজ উদ্দিনের ছেলে মোঃ মামুন ও মোঃ রাসেল, একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে রাজু আহমেদ। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।