দাউদকান্দির গৌরীপুর বাজারে শাপলা হসপিটালে চিকিৎসা অবহেলায় নাহিদা বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে । সে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের মিয়াজী বাড়ির আশরাফ উদ্দিনের স্ত্রী। প্রসূতির স্বামী আশরাফ উদ্দিন জানান, গত বুধবার বিকালে আমার স্ত্রী নাহিদা বেগমকে গৌরীপুর শাপলা হসপিটালে নিয়ে গেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম হয় । শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার রক্ত শূন্যতার কথা জানিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিতে যেতে বলে। ঢাকায় নেয়ার পর তার মৃত্যু হয়। আমি দোষীদের শাস্তি দাবি করছি। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন বলেন, সংবাদ কর্মীদের থেকে ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসূতির মৃত্যুর সংবাদে শাপলা হাসপাতাল পরিদর্শন করেছেন গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। নিহত নাহিদা বেগমের আফিফা (৯) এবং নাবিলা (৭) নামের দুটি কন্য সন্তান রয়েছে। এদিকে তিন দিন বয়সী নবজাতক পুত্র সন্তান সুস্থ রয়েছে।