দাউদকান্দি মডেল থানার উদ্যোগে ছেলেধরা গুজব প্রতিরোধ বিষয় সচেতনতা সভা করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ২৯ জুলাই সোমবার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়, চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয়ে ছেলে ধরা গুজব সম্পর্কে স্কুলের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে সচেতনতা মূলক সভা করেছেন। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে, এটিকে কেন্দ্র করে দেশের উন্নয়ন,শান্তি বিনষ্ট করছে একটি কুচক্রি মহল। বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর গুজব তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। অনেক নিরপরাধ মানুষ হামলা ও আক্রমনের শিকার হচ্ছে। এ গুজব থেকে সচেতন করতে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হয়েছে। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে অবহিত বা ৯৯৯ নাম্বারে কল করারর আহ্বান করেন। এসময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেছবাহ উদ্দিন আহমেদ, সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুন্দুলপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ আলম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রকিব উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।