১৭ জুলাই বুধবার কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের দূর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটের উপরি অংশে কালো দাগ দ্বারা আবৃত করা হয়। বাংলাদেশ স্কাউটস্ দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে দাউদকান্দি টোলপ্লাজায় এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ সভাপতি কামরুল ইসলাম খান। এসময় দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটস্ সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম লিপু, জেলা কাব লিডার প্রাণকৃষ্ণ আচ্যার্য, কোষাধক্ষ্য জসিম উদ্দিন, স্কাউটস্ শিক্ষক ফাতেমা আক্তার, উপজেলা কাব লিডার টিটু, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন, নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, স্কাউটস্ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।