দাউদকান্দিতে খাদ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গৌরীপুর ভয়েজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর পরিচালক (পুষ্টি) ড. মনিরুল ইসলাম খাদ্য ভিত্তিক ফলমূলের পুষ্টি চাহিদা ও তার গুনাগুণ সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, মৎস্য খামারী, সামাজিক সংগঠনের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষকসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।