দাউদকান্দিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং অতিরিক্ত পন্য ক্রয়ের অভিযোগে ক্রেতা-বিক্রেতা উভয়কে জরিমানা করেছে মোবাইল কোর্ট। রবিবার গৌরীপুর বাজারে মোশারফ স্টোর ক্রেতার কাছে অতিরিক্ত পেয়াজ বিক্রির দায়ে দোকান মালিক মোশারফ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা এবং একই সাথে অতিরিক্ত পেয়াজ ক্রয়ের দায়ে সুপ্তি আক্তার নামের এক ক্রেতাকে ২ শত টাকা জরিমানা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান।
অপরদিকে উপজেলার সুন্দলপুর ও গোয়ালমারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি দোকানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীরা যদি করোনা ভাইরাসকে পূজিঁ করে সাধারণ মানুষদের বিপদে সময়ে অধিক মূনাফার আশায় মাল মজুদ করে অথবা সরকারের দেওয়া নির্ধারিত বাজার মূল্য না মানে তাহলে ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম.আব্দুন নূর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রত্যোকটি বাজারে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া সরকার বলেন, বাজারের প্রত্যেকটি ব্যবসায়ীকে সততার সাথে কাজ করতে হবে । আমাদের গৌরীপুর বাজারের ঐতিহ্য যেন কেউ ক্ষুণ্ন না হয়, সেই ব্যাপারে বাজার কমিটি নজর রাখছেন।