বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

দাউদকান্দিতে কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে দা-ছুরি চাপাতির বাজার

লিটন সরকার বাদল
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৪২১ Time View

কোরবানির ঈদের বাকি মাত্র ৫ দিন। ইতিমধ্যে পশুর হাটের মতো জমে উঠেছে দা-ছুরি, চাপাতির বাজার। কামারপাড়ার উত্তপ্ত লোহা পোটানোর শব্দই জানান দিচ্ছে কোরবানির আগমনী বার্তা। সারাবছর কামারীরা অলস সময় কাটালেও কোরবানির আগে তাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। এসময় আয়ও বেড়েছে অনেক। ঈদের দিন সকাল পর্যন্ত এমন ব্যস্ততা থাকবে। দাউদকান্দি উপজেলার কামার দোকানগুলোতে ঘুরে কামারীদের এমন ব্যস্ততা চোখে পড়ে। দাউদকান্দি পৌরসভা বাজার, গৌরীপুর বাজার, রায়পুর বাজার, ইলিয়টগঞ্জ বাজার, সুন্দলপুর বাজার, মলয়বাজারসহ  বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গেছে দা-বটি, চাপাতি বানানো শান দেয়ার কাজ। কামরিরা জানান, কয়েকদিন ধরে নতুন অর্ডার আসতে শুরু করেছে। দোকানগুলোতে নিজেদের উদ্যোগে পুরোদমে কাজ চলছে। নতুন অর্ডার ছাড়াও ক্রেতাদের চাহিদার আলোকে বিভিন্ন পন্য তৈরি করছেন দোকানীরা। দাউদকান্দি উপজেলার কামারপট্টির দিকে যেতেই কানে ভেসে আসে লোহা পেটানোর টুংটাং আওয়াজ। দোকানের সামনে গিয়ে দেখা গেলো সামনাসামনি বসে সমানতালে পুড়িয়ে লাল করা লোহা পেটাচ্ছেন দুজন কামার। একজন হ্যামার দিয়ে পিটিয়ে পাতলা করছেন, অন্যজন হাতুড়ি পণ্যের আকৃতি দিচ্ছেন।  প্রতিটি দোকানে হাতে টানা হপার ( বাতাস বের হওয়ার যন্ত্র) কামাররা এর নাম দিয়েছেন বুলার। একটি মোটা পাইপের মধ্য দিয়ে বিরামবিহীন ভাবে বাতাস প্রবেশ করছে কয়লার আগুনে। সেখানে লোহার মোটা মোটা পাত পুড়িয়ে লাল করে বানানো হচ্ছে দরকারী যন্ত্র। গরু জবাই করার বড় ছুরির দাম ১ হাজার থেকে ৩ হাজার টাকা, মাংস কাটাঁর ছুরি ২৫০ থেকে ৫০ টাকা,  হার কাঁটার চাপাতি ৭০ থেকে ১৫০০ পর্যন্ত, বটি প্রতিটি ৩০০ থেকে ১৮০০ টাকা, ছোট চাইনিজ কুড়াল ৪৫০ থেকে ১ হাজার টাকা, চাকু ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। এবার কামারা আশা করছেন ঈদের এক সপ্তাহ কাজ  করে পরিবার পরিজন নিয়ে আগামী দিন গুলো ভালো ভাবে কাটাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231