মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি সমমানের দাখিল পরীক্ষার প্রথম দিনে দাউদকান্দিতে দুই দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । একই সাথে কেন্দ্র সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে । ৩ ফেব্রুয়ারি সোমবার উপজেলার রায়পুর সিঙ্গুলা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন বহিরাগত তিন শিক্ষক কেন্দ্রে প্রবেশ করে ওএমআর শীট বৃত্ত ভরাট করার সময় উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তা দেখে ফেলে। এসময় তিন শিক্ষক দ্রুত পালিয়ে যায় । সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ । এসময় অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যহতি দেন এবং দুই দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, অভিযুক্ত শিক্ষকদের নাম ঠিকানা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । দায়িত্বে অবহেলার কারনে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যহতি দেয়া হয়েছে এবং অসদুপায় অবলম্বণের দায়ে শ্রীচাইল মোহাম্মদপুর মাদ্রাসার এক পরীক্ষার্থী ও চশই মাদ্রাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ।